‘ডেডবডি’র নায়ক শ্যামল মাওলার চোখে সবচেয়ে বাজে সিনেমা ‘ঊনপঞ্চাশ বাতাস’!
গত মাসে মুক্তির পাঁচ বছর পূর্ণ করেছে মাসুদ হাসান উজ্জ্বল পরিচালিত ‘ঊনপঞ্চাশ বাতাস’। কভিডের মৌসুমে প্রেক্ষাগৃহে এসেছিল সিনেমাটি। তখন অল্পসংখ্যক দর্শক পেলেও বেশিরভাগ রিভিউ ছিল ইতিবাচক। এবারের বর্ষপূর্তিতেও একাধিক পোস্ট দেখা গেছে সোশ্যাল মিডিয়ায়। বোঝা যাচ্ছে, রোমান্টিক-রহস্যধর্মী ‘ঊনপঞ্চাশ বাতাস’ এখনো অনেকের কাছেই প্রাসঙ্গিক।

শ্যামল মাওলা
সেই সিনেমাকে ইতিহাসের সবচেয়ে খারাপ সিনেমা হিসেবে দাগিয়ে দিলেন অভিনেতা শ্যামল মাওলা। স্বভাবত মন্তব্যটি অনেককে আহত করেছে। তারাও টেনে আনলেন শ্যামল মাওলা অভিনীত ‘ডেডবডি’র প্রসঙ্গ।
ফেসবুক রিলসে সম্প্রতি প্রকাশিত এক ভিডিও ক্লিপে এ মন্তব্য করতে দেখা যায় শ্যামল মাওলাকে। কোনো এক সেলিব্রিটি শোতে তাকে প্রশ্ন করা হয়, ইতিহাসের সবচেয়ে খারাপ সিনেমার পুরস্কার দেওয়ার অধিকার যদি আপনার থাকত, তাহলে আপনি কোন সিনেমাকে তা দিতেন? বেশ খানিকক্ষণ বলতে না চাওয়ার ভান করে শেষে শ্যামল মাওলা বলেন, ‘ঊনপঞ্চাশ বাতাস’।
এমন মন্তব্যে বিদ্রূপের পাশাপাশি অনেকেই বিরক্ত প্রকাশ করেন শ্যামল মওলার প্রতি। সঞ্জয় কুমার নামে একজন মন্তব্য করেন, ‘দেশের সবথেকে খারাপ সিনেমা ঊনপঞ্চাশ বাতাস? সিনেমার কিছু বোঝে? নাকি উনাকে নেয়নি এতে তাই?’
আশিকুর রহমান আসাদ লেখেন, ‘ঊনপঞ্চাশ বাতাস আপনার সব ছবির চেয়ে ভালো। কী বলল এটা??? ঊনপঞ্চাশ বাতাসের মতো সিনেমা বাংলাদেশে কমই আছে।’

‘ঊনপঞ্চাশ বাতাস’ চলচ্চিত্রে ইমতিয়াজ বর্ষণ ও শার্লিন ফারজানা
রিলসে থাকা অনুষ্ঠানের নাম সার্চ করে ইউটিউবে পুরো শোটির পর লিংক পাওয়া যায়। দুই মাসে আগে আপলোড হওয়া শ্যামল মাওলার সাক্ষাৎকারটি দেখা হয়েছে ১৩২ বার। সেখান একমাত্র মন্তব্যে বলা হয়েছে, ‘একটা প্রশ্নের উত্তর দিতে পারে নাই। এদের বুদ্ধি কই থাকে?’
২০২৪ সালের ৩ মে মুক্তি পাওয়া হররধর্মী ‘ডেডবডি’ ভয়ানকভাবে মুখ থুবরে পড়ে বক্স অফিসে। মুক্তির প্রথম সপ্তাহে নেমে যায় একাধিক হল থেকে।
ওই সময় সিনেমাটির ব্যর্থতার জন্য শ্যামল মাওলার ওপর দোষ চাপান পরিচালক এমডি ইকবাল। তিনি বলেন, ‘টেলিভিশনের আর্টিস্ট নিয়ে আমি কখনো সিনেমা বানাইনি। এই প্রথম আমি টেলিভিশনের আর্টিস্ট নিয়ে সিনেমা বানিয়েছিলাম। এখানে আমি শ্যামল মাওলাকে রেখেছিলাম। এটা আমার মনে হয়— আমার ব্যর্থতা। দর্শক শ্যামল মাওলাকে ওভাবে নেয়নি। আমি আর কখনো নাটকের লোকদের দিয়ে সিনেমা বানাবো না।’
বাংলা ওটিটির শুরুর দিকে বেশ কিছু কনটেন্টে প্রশংসিত হন শ্যামল মওলা। তার অভিনীত প্রথম চলচ্চিত্র তৌকীর আহমেদ পরিচালিত ‘স্ফূলিঙ্গ’। ২০২১ সালের সিনেমাটি তৌকীরের অন্যান্য কাজের তুলনায় সেভাবে মনোযোগ কাড়তে পারেনি। এছাড়া ওটিটির জন্য নির্মিত কনটেন্ট ‘আগন্তুক’ সিনেমা হিসেবে মুক্তি পেয়েছে গতবছর। মুক্তির মিছিলে রয়েছে শ্যামল মাওলা অভিনীত ‘নাদান’। কয়েক মাস আগে মুক্তির ঘোষণা দিয়েও পিছিয়ে আসেন নির্মাতা ফরহাদ হোসেন। আপাতত ‘নাদান’-এর গন্তব্য অজানা।






