Select Page

অমৃতা ও সিমন্তীকে নিয়ে নিরব

অমৃতা ও সিমন্তীকে নিয়ে নিরব

Amrita, Nirob, Simontiঅন্তরে অন্তরে‘ চলচ্চিত্রের রিমেকে নিরবের সাথে থাকছেন দুই নবাগতা চিত্রনায়িকা অমৃতা ও সিমন্তী। এর আগে নিরব ও সীমন্তী একে সোহেল পরিচালিত ‘তোমার মাঝে আমি’ ছবিতে এবং নিরব – অমৃতা রয়েল-অনিক পরিচালিত ‘গেইম‘ ছবিতে অভিনয় করেছেন। সেই সূত্রে নিরব জানালেন – দুজনেই বেশ সম্ভাবনাময়। তাদের লুকও ভালো। আশা করা যায় দর্শক গ্রহণ করবে তাদের।

অন্তরে অন্তরে ছবির রিমেকে এরা ছাড়াও অভিনয় করছে সুজাতা, মিশা সওদাগর, আবদুল্লাহ রানা, নাহিদসহ অনেকে। ছবিটি পরিচালনা করছেন আতিক।

সূত্র: মানবজমিন


Leave a reply