Select Page

আউয়ালের সাথে নীড়ের সমঝোতা

জুতা মারা থেকে মামলা করা সবকিছু মিলিয়ে সন্মান রক্ষার্থের এক যুদ্ধক্ষেত্রে থেকে অবশেষে জয়ের মুকুট ছিনিয়ে আনলেন চিত্রনায়িকা রোমানা নীড়।প্রতিবাদের প্রাথমিক পর্যায়ে সচারাচর নিয়মে সঙ্গে ছিল হাজারো সঙ্গী।কিন্তু কিন্তু ধীরে ধীরে সঙ্গ ত্যাগ করে সবাই।এতে বিন্দু পরিমাণ বিচলিত না হয়ে একাই রুখে দাঁড়ান অন্যায়ের বিরুদ্ধে। প্রথমে অভিযুক্ত প্রযোজকের মুখে জুতা মারেন, পরে মামলা করেন। এতে করে আদালত কর্তৃক ছবিটি বাজেয়াপ্ত করার ঘোষনার সাথে সাথে সূর নরম হতে থাকে প্রযোজক আউয়ালের।
গোপনসূত্রে জানা যায় যে,গত কয়েকদিন যাবৎ বিভিন্ন মাধ্যমে নীড়ের কাছে অনুতপ্ত হন, এবং সর্বোপরি এক পর্যায়ে গত ১৫ই জানুয়ারি রমনা থানায় রাত ৮টায় এক অঙ্গীকারনামার মাধ্যমে তার সাথে চুক্তিবদ্ধ সব কাজে অন্তর্ভুক্ত করা একি সাথে তার সব দাবী মেনে নেয় উতলা মন ছবির প্রযোজক আউয়াল।

নীড়ের এই জয়কে চলচ্চিত্রবোদ্ধারা শুধুমাত্র জয় হিসেবে দেখছেন না,দেখছেন সমাজের অবহেলিত ও প্রতারিত নারীদের অন্যায়ের প্রতিবাদের দৃষ্টান্ত হিসেবে।


মন্তব্য করুন