Select Page

আগামীকালের ছবি: ‘ঢাকা টু বোম্বে’ ও ‘রূপগাওয়াল’

আগামীকালের ছবি: ‘ঢাকা টু বোম্বে’ ও ‘রূপগাওয়াল’
Poster-RupGawal-217x275আগামীকাল দেশব্যাপী মুক্তি পেতে যাচ্ছে দুটি ছবি। একটি হলো ‘ঢাকা টু বোম্বে’, এতে উত্তম আকাশের পরিচালনায় অভিনয় করেছেন শাকিব খানসাহারা। নতুন পরিচালক হাবিবুর রহমান হাবিবেররূপগাওয়াল‘-এ অভিনয় করেছেন নিলয়সিমলা
কাহিনি ও নিমার্ণের দিক থেকে ছবি দুটি একদম আলাদা।
‘ঢাকা টু বোম্বে’ ছবির গল্প গড়ে উঠেছে এভাবে- শাকিব খান ছোটবেলায় ভারতে পাচার হয়ে যান। তারপর সেখানকার চলচ্চিত্রে স্পটবয় হিসেবে কাজ শুরু করেন। এক সময় বলিউডের এক পরিচালক শাকিবকে তার ছবিতে নায়ক চরিত্রে অভিনয়ের প্রস্তাব দেন। এরই মধ্যে নায়িকা সাহারার সঙ্গে শাকিবের পরিচয় ঘটে।
অন্যদিকে ‘রূপগাওয়াল’ ছবির গল্প গড়ে উঠেছে নারীর সৌন্দর্য চর্চাকে নিয়ে। নারীকে আরও মোহময় করে তুলতে বিভিন্ন প্রসাধনী সামগ্রী গাওয়াল বা ফেরি করে বেড়ায় সৌন্দর্য পূজারি গ্রাম্য যুবক নিলয়, লোকে যাকে ডাকে রূপগাওয়াল। ছেলেবেলা থেকেই সে বুকের ভেতর লালন করে চলেছে এক অসাধারণ রূপবতীর প্রতিচ্ছবি। অপেক্ষার প্রহর শেষে একদিন সে দেখা পায় তার স্বপ্নকন্যার। কিন্তু তাকে আপন করে পাওয়ার পথে অনেক বাধা। তাই সে ছোটে ভিন্নপথে, স্বপ্নকন্যাকে জয় করার জন্য। ছবিতে স্বপ্নকন্যা চরিত্রে অভিনয় করছেন সিমলা।


Leave a reply