Select Page

আরো চারটি উৎসবে ‘টেলিভিশন’

আরো চারটি উৎসবে ‘টেলিভিশন’

522620d13a70f-Untitled-5মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত আলোচিত ছবি টেলিভিশন আরো চারটি আন্তর্জাতিক উৎসবে অংশ নিতে যাচ্ছে। উৎসবগুলো হলো- অস্ট্রেলিয়ার এশিয়া-প্যাসিফিক স্ক্রিন অ্যাওয়ার্ডস, সিঙ্গাপুরের পার্সপেকটিভস ফিল্ম ফেস্টিভ্যাল, ইতালির এশিয়াটিকা ফিল্ম মেডিয়াল এবং ভারতের কলকাতা উৎসব।

সংবাদমাধ্যমকে ফারুকী জানান, এশিয়া-প্যাসিফিক স্ক্রিন অ্যাওয়ার্ডস প্রতিযোগিতার আসর বসবে ডিসেম্বরে। সেখানে সরাসরি আমন্ত্রণ জানিয়েছে আয়োজক কর্তৃপক্ষ। পার্সপেকটিভস ফিল্ম ফেস্টিভ্যাল শুরু হচ্ছে ৩ অক্টোবর। আয়োজন করছে সিঙ্গাপুরের নানইয়াং ইউনিভার্সিটি। এই উৎসবে উদ্বোধনী ছবি হিসেবে প্রদর্শিত হবে টেলিভিশন। ১২ থেকে ২১ অক্টোবর রোমে অনুষ্ঠিত হবে এশিয়াটিকা ফিল্ম মেডিয়াল। উৎসবের প্রতিযোগিতা বিভাগে মনোনীত হয়েছে টেলিভিশন। আর কলকাতা উৎসব হবে নভেম্বরে।


Leave a reply