Select Page

ঈদে মাছরাঙায় ৬ চলচ্চিত্র

ঈদে মাছরাঙায় ৬ চলচ্চিত্র

ab1409289554

ঈদ অনুষ্ঠানমালায় মাছরাঙা টেলিভিশনে প্রচার হবে ৬টি চলচ্চিত্র। প্রতিদিন সকাল ১০টা ৪০ মিনিটে প্রচার হবে জনপ্রিয় সিনেমাগুলো। এতে প্রাধান্য পেয়েছেন শাকিব, অনন্ত, অপু বিশ্বাস ও বর্ষা।

ঈদের দিন প্রচার হবে ‘নিঃস্বার্থ ভালোবাসা’ (অনন্ত, বর্ষা)। দ্বিতীয় দিন প্রচার হবে ‘অন্তরে আছো তুমি’ (শাকিব খান, অপু বিশ্বাস)। তৃতীয় দিন প্রচার হবে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘জটিল প্রেম’ (বাপ্পী, আঁচল)। চতুর্থ দিন প্রচার হবে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘মোস্ট ওয়েলকাম’ (অনন্ত, বর্ষা)। পঞ্চম দিন প্রচার হবে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘প্রেমিক নাম্বার ওয়ান’ (শাকিব খান, অপু বিশ্বাস)। ষষ্ঠ দিন প্রচার হবে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘কোটি টাকার প্রেম’ (শাকিব খান, অপু বিশ্বাস)।


মন্তব্য করুন