উপলক্ষ্য যখন মান্না
যদিও তামিল সিনেমার নকল, দর্শক জানেন গল্পটি এখন নায়ক মান্নার ভক্তকে নিয়ে। টিজারের পর তার এক ঝলক মিলল ‘অন্তর জ্বালা’র সদ্য প্রকাশ হওয়া গানে।
‘পোস্টার লাগাবো’ শিরোনামের গানে পাওয়া গেল জায়েদ খান আর পরী মনিকে। সেখানে উঠে এসেছে মান্নার প্রতি শ্রদ্ধা।
সুদীপ কুমার দীপের কথায় গানটিতে সুর করেছেন আলী আকরাম শুভ। কণ্ঠ দিয়েছেন পলাশ ও বেলী আফরোজ।