Select Page

একইদিনে ‘অপারেশন সুন্দরবন’ ও ‌‘বিউটি সার্কাস’?

একইদিনে ‘অপারেশন সুন্দরবন’ ও ‌‘বিউটি সার্কাস’?

মাহমুদ দিদার পরিচালিত ও জয়া আহসান অভিনীত ‘বিউটি সার্কাস’ ২৩ সেপ্টেম্বর মুক্তি পেতে যাচ্ছে। যদিও একইদিন মুক্তি পেতে যাচ্ছে আরেকটি হেভি অ্যাকটেন মুভি ‘অপারেশন সুন্দরবন’।

সরকারি অনুদানের এই সিনোমটির সহ-প্রযোজনা প্রতিষ্ঠান ইমপ্রেস টেলিফিল্ম।

জানা গেছে, বিউটি সার্কাস সিনেমার মুক্তির জন্য প্রযোজনা সংস্থা ২৩ সেপ্টেম্বর জন্য আবেদন করেছে চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতিতে। সবকিছু ঠিক থাকলে ২৩ সেপ্টেম্বরই মুক্তি পাবে সিনেমাটি।

কয়েকটি সংবাদমাধ্যম এমন প্রকাশ করলেও এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি নির্মাতারা।

‘বিউটি সার্কাস’-এ আরো অভিনয় করেছেন ফেরদৌস আহমেদ, তৌকীর আহমেদ, এবিএম সুমন, শতাব্দী ওয়াদুদ, গাজী রাকায়েত, মনিসা অর্চি প্রমুখ।

এদিকে ২৩ সেপ্টেম্বর ‘অপারেশন সুন্দরবন’ মুক্তির ঘোষণা দিয়েছে এর প্রযোজনা সংস্থা। তবে সিনেমাটির মুক্তির তারিখ এখনও প্রযোজক পরিবেশক সমিতিতে তালিকাভুক্ত হয়নি 


Leave a reply