Select Page

‘ওয়ার্নিং’ চলচ্চিত্রে শাফিন আহমেদ

‘ওয়ার্নিং’ চলচ্চিত্রে শাফিন আহমেদ

10613145_322411424633301_3244679574760671436_n

জনপ্রিয় ব্যান্ড মাইলসের ভোকাল শাফিন আহমেদ প্রথমবারের মতো চলচ্চিত্রের গানে কণ্ঠ দিলেন। বুধবার ইউটিউবে প্রকাশ পায় সাফি উদ্দিন সাফি পরিচালিত ‌‘ওয়ানিং’ চলচ্চিত্রে তার গাওয়া গানটি। টাইগার মিডিয়ার ইউটিউব চ্যানেলে আপ করা গানটির ভিডিও প্রকাশ করা হয়নি।

‘শোনো তুমি’ শিরোনামের গানটি লিখেছেন কবির বকুল। সুর ও সঙ্গীতায়োজন করেছেন শওকত আলী ইমন।

এর আগে একই চলচ্চিত্রের ‘এত কষ্ট’ ও ‘ফেসবুক’ শিরোনামের দুটি গান প্রকাশ পায়।

‌‘ওয়ার্নিং’ এর প্রধান চরিত্রে আছেন আরিফিন শুভমাহি। ম্যাপল ফিল্মস প্রযোজিত চলচ্চিত্রটি মুক্তি পাবে ৯ জানুয়ারি।

 


মন্তব্য করুন