Select Page

কবে আসবে ‘ভয়ংকর সুন্দর’?

কবে আসবে ‘ভয়ংকর সুন্দর’?

অনিমেষ আইচ-এর ‘ভয়ংকর সুন্দর’ ছবিটির মুক্তি কথা চলছিল অনেকদিন ধরেই। ধারণা করা হচ্ছিল এবার ঈদে হয়তো মুক্তি পাবে ‘ভয়ংকর সুন্দর’। কিন্তু না, ছবিটির জন্য দর্শকদের অপেক্ষা করতে হবে ঈদের পর পর্যন্ত। ছবিটিতে বিগ কাস্টিং হিসেবে ওপার বাংলার পরমব্রত থাকলেও ঈদে দর্শকদের মূল আকর্ষণ থাকে শাকিবকে ঘিরে। অন্যদিকে হলের সঙ্কট তো রয়েছেই। সব মিলিয়ে এ সময় ছবিটির মুক্তি খানিকটা ব্যবসায়িক দিক থেকে পিছিয়ে পড়ার সম্ভাবনাও রয়েছে।

তাই ঈদের পরই ছবিটি মুক্তির চিন্তা করছেন পরিচালক অনিমেষ আইচ। তিনি বলেন, ‘ছবিটি মুক্তির জন্য এখনই তৈরি নই। ঈদের জন্য তাড়াহুড়ো করে মুক্তি দিতে চাই না। তাই ঈদের পরই দর্শকদের জন্য ছবিটি মুক্তি দিতে চাই।’সূত্র : ইত্তেফাক


Leave a reply