Select Page

‘কাছের শত্রু’ মুক্তি পেল

‘কাছের শত্রু’ মুক্তি পেল

24551_e10এমএ আউয়াল পরিচালিত ‘কাছের শত্রু’ ছবিটি মুক্তি পেয়েছে আজ।  ছবিটি সঙ্গে ঢাকাসহ সারা দেশে চলবে। অ্যাকশন ছবি ‘কাছের শত্রু’ নির্মিত হয়েছে টমি ইন্টারন্যাশনালের ব্যানারে।

প্রযোজনা করেছেন এমএ কাশেম। লামইয়া, মিনাজ ও রিয়াজ নিবেদিত ‘কাছের শত্রু’ ছবিতে অভিনয় করেছেন আমিন খান, সম্রাট, নিপুণ, রুমানা, মিজু আহমেদ, আহমেদ শরীফ, কাজী হায়াৎসহ অনেকেই।


মন্তব্য করুন