Select Page

কোথায় দেখবেন চুপি চুপি প্রেম

কোথায় দেখবেন চুপি চুপি প্রেম

Chupi Chupi Prem bangla film with saimon sadikএক তরুণীর প্রেমে পাগল চার তরুণ। মেয়েটিও বেশ চালাক। চারজনকেই কাজে লাগায় সুযোগ বুঝে।সবাই মনে করে মেয়েটি তাকেই ভালোবাসে। কিন্তু মেয়েটির মনজুড়ে থাকে একজনই। এমন গল্প নিয়েই ‘চুপি চুপি প্রেম’ ছবি নির্মিত হয়েছে। মোস্তাফিজুর রহমান মানিক পরিচালিত এবং সাইমন সাদিক ও প্রিয়ন্তী পরী অভিনীত এই ছবিটি মুক্তি পাচ্ছে আজ শুক্রবার।

সারাদেশের প্রায় ৭৫টি হলে মুক্তি পাচ্ছে ছবিটি। এক নজরে দেখে নিন ছবির হল তালিকা:

অভিসার-ঢাকা, জোনাকী-ঢাকা, সনি-ঢাকা, চিত্রামহল-ঢাকা, পূর্ণিমা-ঢাকা, এশিয়া-ঢাকা, পুরবী-ঢাকা, পিলখানার বিজিবি অডিটরিয়াম-ঢাকা, মুক্তি-ঢাকা, রায়েরবাগের পুনম-ঢাকা, শাহীন অডিটরিয়াম-ঢাকা ক্যানটনমেন্ট, গীত-ঢাকা, নিউ গুলশান-জিঞ্জিরা, উলকা-জয়দেবপুর, মতিমহল-ডেমরা, চাঁদমহল-কাঁচপুর, চম্পাকলি-টঙ্গি, গুলশান-নারায়ণগঞ্জ, সেনা অডিটরিয়াম-সাভার, সাগর-কালিয়াকৈর, মনিহার-যশোর, রূপকথা-পাবনা, হীরামন-নেত্রকোনা, বনলতা-ফরিদপুর, বিজিবি অডিটরিয়াম-সিলেট, মোহনা-কোনাবাড়ি, সেনা অডিটরিয়াম-ময়মনসিংহ, মনোয়ার-জামালপুর, মানসী-কিশোরগঞ্জ, মমতা-মাধবদী, অভিরুচি-বরিশাল, আলমাস-চট্টগ্রাম, রূপসী-ভোলা, সাগরিকা-চালা, হ্যাপী-লক্ষিপুর, সোনিয়া-বগুড়া, কেয়া-টাঙ্গাইল, মডার্ন-দিনাজপুর, কাকলী-শেরপুর, দরশন-ভৈরব, শাপলা-রংপুর, শঙ্খ-খুলনা, চিত্রালী-খুলনা, সংগীতা-সাতক্ষিরা, ছবিঘর-ঝিনাইদহ, রুমা-মুক্তাগাছা, বনানী-কুষ্টিয়া, উর্বশী-ফুলবাড়ি, নবীন-মানিকগঞ্জ, শাহীন-বল্লাবাজার, ফাল্গুনী-নাগরপুর, কানন-সাগরদীঘি, কল্লোল-মধুপুর, আনন্দ-কুলিয়ারচর, ছন্দা-হাসনাবাদ, মোহন-হবিগঞ্জ, রাজমনি-বোরহান উদ্দিন, লালমনি-লালমোহন, মুন-হোমনা, সোহাগ-ঘোড়াশাল, আশা-মেলান্দহ, মিলন-মাদারীপুর, ময়ূরী-বাগআঁচড়া, তিথী-গোবিন্দগঞ্জ, রুনা-চালাকচর, আলীম-মঠবাড়িয়া, লিপি-গলাচিপা, আলীম-খেপুপাড়া, সানরাইট-কাঞ্চন, পঙ্খী-শিবগঞ্জ, কানন-ফেনী, মৌসুমী-সিরাজগঞ্জ, মৌসুমী-পাকুন্দিয়া, সুরভী-শিবচর, বৈশাখী-বাউফল ।


মন্তব্য করুন