Select Page

কোন হলে ‘মুসাফির’ (দ্বিতীয় সপ্তাহ)

কোন হলে ‘মুসাফির’ (দ্বিতীয় সপ্তাহ)

Musafir banner with hall list with arifin shuvo marjan jenifa tiger roby shimul khan misha shawdagor

সারাদেশে ২২ এপ্রিল আশিকুর রহমান পরিচালিত ‘মুসাফির’। দ্বিতীয় সপ্তাহে ২১ সিনেমা হলে দেখা যাবে আরিফিন শুভ ও নবাগত মারজান জেনিফার সিনেমাটি।

মুসাফিরের কাহিনী, চিত্রনাট্য, সংলাপ পরিচালক আশিকুর রহমানের। চিত্রগ্রহণও তিনিই করেছেন। সঙ্গীত পরিচালনা করেছেন বেলাল খান, ইমরান ও নাভেদ। নৃত্য পরিচালনা করেছেন আরিফ রোহান। আরো অভিনয় করেছেন দেবাশীষ বিশ্বাস, প্রসূন আজাদ, টাইগার রবি, শিমুল খান, সিন্ডি রোলিং, সোহেল রানা, রেবেকাসহ অনেকে।

এবার দেখা নিন হল তালিকা। ঢাকা : স্টার সিনেপ্লেক্স,  ব্লকবাস্টার সিনোস ও আনন্দ। ঢাকার বাইরে : নিউ মেট্রো – নারায়ণগঞ্জ, মমতা- মাধবদী, কাকলী- শেরপুর, ছায়াবানী- ময়মনসিংহ, রূপকথা- পাবনা, শঙ্খ- খুলনা, নন্দিতা- সিলেট, মানসী  – কিশোরগঞ্জ, তামান্না – সৈয়দপুর, রুমা- মুক্তাগাছা, কাজলী-মতলব, দুলাল – ফেনী, বলাকা – ঠাকুরগাঁও, চিত্রমনি- গোপালগঞ্জ, ময়ূরী – বাঘাছডা, মনোরম  – কাপাশিয়া,  মধুমিতা – মাগুরা, বর্ণালী – নোয়াপাড়া ও অবসর – ভোলা।


মন্তব্য করুন