Select Page

চলচ্চিত্র সেন্সর বোর্ডের নতুন কমিটিতে শেখ সাদি, অরুনা, ড্যানি ও খসরু

চলচ্চিত্র সেন্সর বোর্ডের নতুন কমিটিতে শেখ সাদি, অরুনা, ড্যানি ও খসরু

এক বছরের জন্য পুনঃগঠন করা হয়েছে বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড। ৬ ফেব্রুয়ারি তথ্য মন্ত্রণালয় একটি প্রজ্ঞাপন জারি করেছে। সেখানে তথ্য মন্ত্রণালয়ের সচিবকে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানকে সদস্য সচিব করে নতুন কমিটি যাত্রা করলো।

এই নতুন কমিটিতে সদস্য হিসেবে থাকছেন সংগীতশিল্পী শেখ সাদি খান, চলচ্চিত্র ও নাট্য ব্যক্তিত্ব ম. হামিদ, চলচ্চিত্র অভিনেত্রী অরুণা বিশ্বাস, চলচ্চিত্র পরিচালক শাহ আলম কিরণ, চলচ্চিত্র প্রযোজক সমিতির সাবেক সিনিয়র সহসভাপতি খোরশেদ আলম খসরু, চলচ্চিত্র অভিনেতা ড্যানি সিডাক ও রানা হামিদ।

এছাড়া সদস্য হিসেবে আরো রয়েছেন আইন ও বিচার বিভাগের সচিব, তথ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন ও চলচ্চিত্র), প্রধানমন্ত্রীর প্রেস সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের প্রতিনিধি ও বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালক।


মন্তব্য করুন