Select Page

ছাড়পত্র পেয়ে গেল নকল ছবি ‘হিটম্যান’

ছাড়পত্র পেয়ে গেল নকল ছবি ‘হিটম্যান’

Hitmanনকলে দায়ে অভিযুক্ত ছবি ‘হিটম্যান’কে আটকে দেয়ার একদিন পরেই ছাড়পত্র প্রদান করল চলচ্চিত্র সেন্সরবোর্ড। সোমবার এই ছাড়পত্র প্রদান করা হয়।

এর আগে রবিবার তামিল ছবি ভেত্তাই এর নকলের অভিযোগে ওয়াজেদ আলী সুমন পরিচালিত এবং শাকিব খান-অপু বিশ্বাস অভিনীত এই চলচ্চিত্রটি আটকে দেয় সেন্সরবোর্ড। এ প্রসঙ্গে সেন্সরবোর্ড সদস্য ও বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতির সভাপতি সাইফুল ইসলাম চৌধুরী একটি সংবাদমাধ্যমকে বলেছিলেন, ‘হিটম্যান’ ছবিটি বিদেশি ‘ভেত্তাই’ ছবির নকল হওয়ায় আমরা ছবিটিকে ছাড়পত্র দেইনি।’


১ টি মন্তব্য

মন্তব্য করুন