Select Page

জাজের ব্যানারে এনিমেশন ফিল্ম

জাজের ব্যানারে এনিমেশন ফিল্ম

e7ef7720bc37ea58060650575c86e85e-5সপ্তাহখানেক আগে জাজ মাল্টিমিডিয়ার তরফে জানানো হলো, শিগগিরই ‘জাজ টিভি’ নামের চ্যানেলের জন্য আবেদন করা হবে। এবার জানা গেল এনিমেশন ফিল্ম নিয়েও মাঠে নামছে প্রযোজনা সংস্থাটি। আর প্রথম সিনেমার জন্য বেছে নেওয়া হলো রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প ‘ডিটেকটিভ’।

এনিমেশন সিনেমাটির নামও ‘ডিটেকটিভ’। এর চিত্রনাট্য লিখেছেন তারিক আনাম খান। এর পরিচালক, সম্পাদক, অ্যানিমেটর তপন আহমেদ। এরই মধ্যে ছবির নির্মাণকাজ শেষ করেছেন তিনি। এখন শুধু কণ্ঠ দেওয়ার কাজ বাকি। আর এ কাজও খুব তাড়াতাড়ি শেষ হবে বলে জানিয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান। চলচ্চিত্রটিতে কণ্ঠ দেবেন বরেণ্য অভিনয়শিল্পীরা। এনিমেশন ছবিটি বাণিজ্যিকভাবে প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়া হবে আগামী বছর।

এ প্রসঙ্গে জাজের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল আজিজ বলেন, ‘রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প এই প্রজন্মের শিশু-কিশোরদের আরও কাছে নিয়ে যাওয়া আমাদের উদ্দেশ্য। তবে সব ধরনের দর্শকের কাছে যেন ছবিটি ভালো লাগে, সেই দৃষ্টিকোণ থেকেই আমরা কাজটি করছি।’


মন্তব্য করুন