Select Page

জাজ মাল্টিমিডিয়ার সদস্যপদ সাময়িক বাতিল

জাজ মাল্টিমিডিয়ার সদস্যপদ সাময়িক বাতিল

full_1827776625_1401526154বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতির অনুমতি না নিয়ে ‘অগ্নি’ ছবিটি সারাদেশে প্রদর্শনের অভিযোগে বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতি প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার সদস্যপদ আগামী ৬ মাসের জন্য বাতিল করেছে। সেই সঙ্গে চলচ্চিত্রের কোন সহায়তা প্রদান না করতে চলচ্চিত্র শিল্প সংশ্লিষ্ট সব সরকারি-বেসরকারি সংস্থাকে অনুরোধ জানিয়েছেন সমিতির দায়িত্বে থাকা সরকারি প্রশাসক মোহাম্মদ ইফতেখার হোসেন।

তার স্বাক্ষরিত এক বিশেষ বিজ্ঞপ্তিতে সংগঠনগুলোর উদ্দেশে বলেছেন, ‘বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতির অনুমতি না নিয়ে বিধিবহির্ভূতভাবে গত ১৪ই ফেব্রুয়ারি ২০১৪ মেসার্স জাজ মাল্টিমিডিয়া কর্তৃক ‘অগ্নি’ ছবিটি দেশব্যাপী মুক্তি-প্রদর্শনের দায়ে সমিতির সংঘস্মারক ও স্মারকবিধির ১৬ (ক) বিধি অনুসারে শাস্তিযোগ্য অপরাধ বলে গণ্য করে সমিতির সংঘস্মারক ও বিধির ১৬ (গ) অনুসারে বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতির পত্র নং-৬১(১৪) ২০১৪ মূল ১লা মার্চ ২০১৪ সদস্যপদ সাময়িক বাতিল করা হয়। এ নিয়ে মেসার্স জাজ মাল্টিমিডিয়া বিজ্ঞ যুগ্ম আদালত ‘সদস্যপদ সাময়িক বাতিল’-এর আদেশটি স্থগিত করেন। পরবর্তীতে মহামান্য হাইকোর্ট বিভাগে সমিতি কর্তৃক সিভিল রিটিশন নং-১৬৬৮/২০১৪ রুজু করা হলে মহামান্য আদালত গত ৪ঠা মে ২০১৪ তারিখে বিজ্ঞ যুগ্ম জেলা জজ প্রথম আদালত দেওয়ানি মামলা নং-১৯৭/২০১৪ইং ১৬ই মার্চ ২০১৪-এর প্রদত্ত আদেশে আগামী ৬ মাসের জন্য স্থগিত করে বিবাদী মেসার্স জাজ মাল্টিমিডিয়াকে কারণ দর্শানোর নোটিশ প্রদান করেছেন। এ প্রেক্ষিতে সমিতিতে মেসার্স জাজ মাল্টিমিডিয়ার সদস্যপদ বাতিল যথাবিহিত বহাল থাকায় বাণিজ্য সংগঠন বিধিমালা ১৯৯৪-এর বিধি ৭ এবং সমিতির সংঘস্মারক এবং স্মারক বিধির ১৬(গ) বিধি অনুসারে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন ও অন্যান্য ব্যক্তিমালিকানাধীন স্টুডিওসহ চলচ্চিত্র নির্মাণ সংশ্লিষ্ট সব সংগঠনকে মেসার্স জাজ মাল্টিমিডিয়া কর্তৃক নির্মাণাধীন, প্রযোজিত বা পরিবেশিত চলচ্চিত্রের কাজে কোন সহায়তা না দেয়ার জন্য পুনরায় অনুরোধ করা হলো।


মন্তব্য করুন