![ডিসেম্বরে মুক্তি পাচ্ছে ৯-৬ বছর আগের দুনিয়া ও ডেঞ্জার জোন](https://i0.wp.com/bmdb.co/wp-content/uploads/2024/12/duniya_dangar_zone_bmdb_image.jpg?resize=150%2C150&ssl=1)
জিরো ডিগ্রি ট্রেলার
মাহফুজ আহমেদ, জয়া আহসান এবং রুহী অভিনীত জিরো ডিগ্রি নির্মানের শুরু থেকেই আলোচনার বস্তু। অনিমেষ আইচের পরিচালনায় এই ছবিতে ব্যান্ডশিল্পী জেমস এর গাওয়া একটি গানও জনপ্রিয়তা অর্জন করেছে। ছবির প্রযোজক মাহফুজ আহমেদ ছবিটি মুক্তি দেয়ার প্রস্তুতি গ্রহণ করেছেন। আগামী ৬ই ফেব্রুয়ারী ছবিটির মুক্তির তারিখ নির্ধারন করা হয়েছে। সে উপলক্ষে একটি ট্রেলার মুক্তি দেয়া হয়েছে ইউটিউবে।
বাংলা মুভি ডেটাবেজ (বিএমডিবি)’র পাঠকদের জন্য ছবিটির ট্রেলার এখানে সংযুক্ত করা হল।
https://www.youtube.com/watch?v=5_2l_qUpt7Y