Select Page

ঝন্টুর ৮১তম সিনেমা ‘সুজন মাঝি’ দেখা যাচ্ছে এ ১৯ হলে

ঝন্টুর ৮১তম সিনেমা ‘সুজন মাঝি’ দেখা যাচ্ছে এ ১৯ হলে

বর্ষীয়ান নির্মাতা দেলোয়ার জাহান ঝন্টুর ৮১তম চলচ্চিত্র ‘সুজন মাঝি’। অভিনয়ে ফেরদৌস ও নিপুণ। হিন্দি সিনেমার ‘জাওয়ান’-এর মুক্তির দিনে আজ শুক্রবার (৮ সেপ্টেম্বর) দেশের ১৯টি হলে চলছে দেশীয় নির্মাণটি।

যে সকল সিনেমা হলে ‘সুজন মাঝি’ চলছে: আজাদ (ঢাকা), নিউ গুলশান (জিঞ্জিরা), মমতা (মাধবদী), মোহন (হবিগঞ্জ), পূর্ণিমা (কোম্পানিগঞ্জ), ছন্দা (হাসনাবাদ), রূপসী (ভোলা), অন্তরা (মেলান্দহ), বিলাস (সাভার), ক্লিওপেট্রা (ধুনট), শাপলা (শ্রীপুর), মল্লিকা ( উল্লাপাড়া), তাজ (নওগাঁ), মল্লিকা (জয়পুরহাট), মিলন (মাদারীপুর), পূরবী (ময়মনসিংহ), বনলতা (ফরিদপুর), সোহাগ (ঘোড়াশাল), রাজ্য সিনেপ্লেক্স (টাঙ্গাইল)।

গ্রামীণ আবহে নির্মিত এই সিনেমার গল্পে তুলে ধরা হয়েছে গ্রামীণ সৌন্দর্য। দেলোয়ার হোসেন ঝন্টু বলেন, ‘আমাদের দেশটা পুরোটাই গ্রাম। আর এটা একটা গ্রামের গল্প। আমি মনে করি গ্রামের সিনেমাই দর্শক বেশি দেখে।’

সিনেমার গল্প প্রসঙ্গে নিপুণ আক্তার বলেন, ‘এই গল্প নৌকার কথা বলবে, বলবে গ্রামের কথা। আমার, আপনার জীবনের কথা বলবে। নতুন প্রজন্ম এই সিনেমা দেখে জানতে পারবে আমাদের দেশটা কেমন।’

‘সুজন মাঝি’তে আরও অভিনয় করেছেন রাতুল, তিথি, গাঙ্গুয়া প্রমুখ।


Leave a reply