Select Page

টরেন্টোয় নিপুণের চলচ্চিত্র

টরেন্টোয় নিপুণের চলচ্চিত্র

71 er Ma Jononi (10)চিত্রনায়িকা নিপুণ অভিনীত  চলচ্চিত্র ‘৭১-এর মা জননী’ ছবিটি আগামীকাল ১৭ই মে প্রদর্শিত হবে কানাডার টরন্টোতে অনুষ্ঠেয় আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে। মহান মুক্তিযুদ্ধ নিয়ে নির্মিত এ ছবির নাম ভূমিকায় অভিনয় করেছেন নিপুণ। উৎসবে যোগ দেয়ার জন্য নিপুণ ইতোমধ্যেই কানাডার উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন।

কানাডার উদ্দেশে ঢাকা ত্যাগের আগে নিপুণ মানবজমিনকে বলেন, এটা আমার সৌভাগ্য যে, আমি মহান মুক্তিযুদ্ধবিষয়ক নির্মিত একটি ছবি নিয়ে টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিতে যাচ্ছি। আমার বিশ্বাস, ছবিটি উৎসবে দর্শকদের ভাল লাগবে এবং তারা এই ছবির মাধ্যমে আমাদের মহান মুক্তিযুদ্ধে নারীদের আত্মত্যাগের বিষয়টি আরও গভীরভাবে জানতে পারবে। নিপুণ জানান, তিনি কানাডা থেকে লন্ডনে যাবেন। একমাত্র মেয়ে তানিশার সঙ্গে সময় কাটানোর জন্য। রোজার আগেই নিপুণ দেশে ফিরবেন বলে জানিয়েছেন।


মন্তব্য করুন