![ডিসেম্বরে মুক্তি পাচ্ছে ৯-৬ বছর আগের দুনিয়া ও ডেঞ্জার জোন](https://i0.wp.com/bmdb.co/wp-content/uploads/2024/12/duniya_dangar_zone_bmdb_image.jpg?resize=150%2C150&ssl=1)
ডিজিটাল চলচ্চিত্র নিয়ে বই
শিক্ষাবিদ ড. আনিসুজ্জামান উন্মোচন করলেন চলচ্চিত্র প্রযোজক পরিচালক মোহাম্মদ হোসেন জেমী রচিত ‘ডিজিটাল সিনেমা নির্মাণ থেকে প্রক্ষেপণ‘ শীর্ষক বইয়ের মোড়ক।১৬ মার্চ বিকেলে এফডিসির জহির রায়হান কালার ল্যাব অডিটোরিয়ামে অনুষ্ঠিত মোড়ক উন্মোচন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এফডিসির ব্যবস্থাপনা পরিচালক পীযূষ বন্দ্যোপাধ্যায়। অনুষ্ঠানে বক্তব্য রাখেন অভিনেত্রী সাবেক এমপি সারাহ বেগম কবরী, চলচ্চিত্রকার কাজী হায়াৎ, চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি শহীদুল ইসলাম খোকন, মহাসচিব মুস্তাফিজুর রহমান গুলজার, প্রযোজক খোরশেদ আলম সাগর এবং বইয়ের লেখক পরিচালক মোহাম্মদ হোসেন জেমী।
বইটি এফডিসির পরিচালক সমিতি ও প্রযোজক পরিবেশক সমিতির স্টাডিরুম ছাড়াও নিউমার্কেট, আজিজ সুপার মার্কেটসহ অভিজাত বইয়ের দোকানগুলোতে পাওয়া যাবে।