Select Page

তারেক মাসুদের স্মরণে দুইদিনের অনুষ্ঠান

তারেক মাসুদের স্মরণে দুইদিনের অনুষ্ঠান

index১৩ আগস্ট চলচ্চিত্র নির্মাতা তারেক মাসুদের তৃতীয় মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষে ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ অব বাংলাদেশ (এফএফএসবি) ও বাংলাদেশ শিল্পকলা একাডেমি যৌথভাবে আয়োজন করতে যাচ্ছে দুই দিনব্যাপী অনুষ্ঠানমালার। বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় সংগীত ও নৃত্যকলা মিলনায়তনে হবে এ অনুষ্ঠান।

এর মধ্যে থাকবে তারেক মাসুদ নির্মিত নির্বাচিত চলচ্চিত্রের প্রদর্শনী, তারেক মাসুদ, মিশুক মুনীরসহ নিহত চলচ্চিত্রকর্মীদের স্মরণে মঙ্গল প্রদ্বীপ প্রজ্বলন এবং স্মরণ বক্তৃতা অনুষ্ঠান। ১২ আগস্ট বিকাল ৩টায় ‘মাটির ময়না’, বিকাল ৫টায় ‘মুক্তির গান’ এবং সন্ধ্যা ৭টায় প্রদর্শিত হবে ‘অন্তর্যাত্রা’।

১৩ আগস্ট বিকাল ৪টায় প্রদর্শিত হবে তারেক মাসুদ পরিচালিত চলচ্চিত্র ‘রানওয়ে’। সন্ধ্যা ৬টায় নিহতদের স্মরণে মঙ্গল প্রদ্বীপ প্রজ্বলন, সাড়ে ৬টায় ‘তারেক মাসুদের প্রাসঙ্গিকতা : বাংলাদেশের চলচ্চিত্র এবং চলচ্চিত্রচর্চা’ বিষয়ে বক্তৃতা দেবেন চলচ্চিত্র গবেষক অধ্যাপক ড. জাকির হোসেন রাজু ও চলচ্চিত্র গবেষক ড. ফাহমিদুল হক। সাড়ে ৭টায় প্রসূন রহমানের পরিচালনায় প্রদর্শিত হবে প্রামাণ্যচিত্র ‘ফেরা’।


মন্তব্য করুন