
মেরিল-প্রথম আলো পুরস্কার ২০১৪: দর্শকের পছন্দ শাকিব, সমালোচকের শুভ
রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের হল অব ফেমে বুধবার ‘মেরিল-প্রথম আলো পুরস্কার ২০১৪’ প্রদান করা হয়।
এতে সমালোচক দৃষ্টিতে সেরা চলচ্চিত্র অভিনেতার পুরস্কার পান আরিফিন শুভ। তিনি ‘তারকাঁটা’ চলচ্চিত্রের জন্য এ পুরস্কার পান। অন্যদিকে, তারকা জরিপে ‘হিরো দ্য সুপারস্টার’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য পুরস্কার পান শাকিব খান। এ নিয়ে সাতবার এ পুরস্কার পেলেন শাকিব খান আর শুভর ছিল প্রথম পুরস্কার।
তারকা জরিপে সেরা অভিনেত্রীর পুরস্কার পান মাহিয়া মাহি (অগ্নি)। অন্যদিকে সমালোচক পুরস্কার পান মৌসুমী (এক কাপ চা)। সমালোচকের দৃষ্টিতে সেরা পরিচালক মোস্তফা সরয়ার ফারুকী (পিঁপড়াবিদ্যা) এবং সেরা চলচ্চিত্র বৃহন্নলা। এছাড়া সমালোচকদের বিচারে রূপসজ্জাকার মোহাম্মদ ফারুক ‘বৃহন্নলা’ চলচ্চিত্রের জন্য বিশেষ পুরস্কার পান।
এ ছাড়া সেরা টেলিভিশন অভিনেতা, অভিনেত্রী, নবাগত শিল্পীসহ বেশ কটি বিভাগে পুরস্কার দেওয়া হয়েছে।