Select Page

দুইজনই বাদশা!

দুইজনই বাদশা!

Shakib Khan bangladeshi Film Actor and Jeet Kolkata Indian Film Actorশাকিব খান ও জিৎ- দুইজন দুইদেশের সুপারস্টার। ঘটনাচক্রে মিলে গেল তাদের নতুন সিনেমার নাম। বাদশা। মজার বিষয় হলো স্বাধীন বাংলাদেশে মুক্তি পাওয়া প্রথম রঙিন সিনেমার নামও ‘বাদশা’। তবে প্রথম নির্মিত রঙিন সিনেমা ‘মেঘের অনেক রং’।

ঈদের জন্য শাকিব খানকে নিয়ে বরাবরই ছবি নির্মাণ করছেন বদিউল আলম খোকন। এবার করছেন ‘বাদশা’। এ ছবিতে আরও অভিনয় করবেন অপু বিশ্বাসযুগান্তরকে শাকিব এ প্রসঙ্গে বলেন, ‘আমরা পুরনো জুটি। আমাদের প্রায় প্রত্যেকটি ছবিই দর্শকরা ভালোবেসে গ্রহণ করেছেন। আশা করি প্রতিবারের মতো এবারও সফল হব।’

এ দিকে কলকাতার জনপ্রিয় অভিনেতা জিৎ প্রথমবার যৌথ প্রযোজনায় অভিনয় করতে যাচ্ছেন। জাজ মাল্টিমিডিয়া ও এসকে মুভিজের ওই সিনেমার নাম ‘বাদশা’। বিপরীতে থাকবেন নুসরাত ফারিয়া। এ সিনেমার জন্য ১ কোটি রুপি পারিশ্রমিক নিচ্ছেন জিৎ। যা নিয়ে তোলপাড় হচ্ছে ঢাকা-কলকাতায়।


মন্তব্য করুন