Select Page

দুই পৃথিবী’র ট্রেলার

দুই পৃথিবী’র ট্রেলার

Dui Prithibiআগামী ৫ই জুন সারাদেশে মুক্তি পেতে যাচ্ছে শাকিব খানঅপু বিশ্বাসঅহনা অভিনীত এফ আই মানিকের চলচ্চিত্র দুই পৃথিবী। রোমান্টিক গল্প নিয়ে নির্মিত এই ছবিটির নির্মান শুরু হয়েছিল ২০১০ সালে। অজ্ঞাত কারণে ছবিটির কাজ বন্ধ হয়ে যায় কিছুদিন আগে তাড়াহুড়ো করে ছবির কাজ শেষ করে মুক্তির উদ্যোগ নেয়া হয়। মুক্তি উপলক্ষে ছবির ট্রেলার মুক্তি দেয়া হয়েছে অনলাইনে। বিএমডিবি-র পাঠকদের জন্য ছবির ট্রেলার এখানে উপস্থাপন করা হল।


মন্তব্য করুন