Select Page

দ্বিতীয় সপ্তাহে বেশি হলে ‘গলুই’ ও ‌’শান’, দেখুন তালিকা

দ্বিতীয় সপ্তাহে বেশি হলে ‘গলুই’ ও ‌’শান’, দেখুন তালিকা

ঈদুল ফিতরে মুক্তি পাওয়া চার সিনেমার মধ্যে আলোচনায় আছে এস এ হক অলিকের ‘গলুই’ ও এম রাহিমের ‘শান’। দ্বিতীয় সপ্তাহে সিনেমা দুটির পর্দা বেড়েছে।

শাকিব খান ও পূজা চেরি অভিনীত ‘গলুই’ প্রথম সপ্তাহে পেয়েছিল ২৮টি প্রেক্ষাগৃহ। এর মধ্যে ছিল জামালপুরের তিনটি অডিটোরিয়াম। সেখানে আইন দেখিয়ে প্রশাসন প্রদর্শনী বন্ধ করে দিলেও পরে আবার শুরু হয়েছে। এখন ৫টি পর্দা বেড়ে দ্বিতীয় সপ্তাহে চলছে ৩৩টি প্রেক্ষাগৃহে।

প্রথম সপ্তাহ থেকে সিনেমাটি রাজধানীতে চলছে স্টার সিনেপ্লেক্সের বসুন্ধরা সিটি ও সনি স্কয়ার আউটলেট, ব্লকবাস্টার সিনেমাস ও লায়ন সিনেমাসে (কেরানীগঞ্জ)।

রাজধানীর বাইরে রুটস ক্লাব (সিরাজগঞ্জ), সেনা অডিটোরিয়াম (সাভার), রূপকথা (পাবনা), মডার্ন (দিনাজপুর), সোনিয়া (বগুড়া), ঝুমুর (জয়দেবপুর), বিজিবি অডিটোরিয়াম (সিলেট), স্বর্ণমহল, সাথী (নারায়ণগঞ্জ), সোহাগ (নরসিংদী), রংধনু (নওগাঁ), চিত্রালী (খুলনা), আশা, মির্জা আজম অডিটোরিয়াম, ফরিদুল হক অডিটোরিয়াম, নুরুন্নাহার অডিটোরিয়াম (জামালপুর), রুমা (ময়মনসিংহ), আনন্দ, কথাচিত্র (কিশোরগঞ্জ), মল্লিকা (সিরাজগঞ্জ), নাজমা (জয়পুরহাট) ও আলোছায়ায় (শরীয়তপুর)।

এ ছাড়া নতুন যেসব হলে চলবে— তাজ সিনেমা হল (নওগাঁ), ভাই ভাই সিনেমা হল (দেওয়ানগঞ্জ), সিনেমা প্যালেস, সুগন্ধা (চট্টগ্রাম), পূর্ণিমা (কোম্পানিগঞ্জ), দর্শন (ভৈরব) ও নন্দিতা (সিলেট)।

এদিকে সিয়াম আহমেদ ও পূজা অভিনীত ‘শান’ প্রথম সপ্তাহে ৩৪টি প্রেক্ষাগৃহে পেলেও দ্বিতীয় সপ্তাহে বেড়েছে আরও ৫টি পর্দা।

প্রথম সপ্তাহ থেকে রাজধানীতে চলছে স্টার সিনেপ্লেক্সের বসুন্ধরা সিটি, সীমান্ত সম্ভার ও সনি স্কয়ার আউটলেট, ব্লকবাস্টার সিনেমাস, লায়ন সিনেমাস, মধুমিতা, শ্যামলী ও আনন্দ সিনেমায়।

ঢাকার বাইরে চলছে ডায়মন্ড (বোয়ালমারী), সিলভার স্ক্রিন (চট্টগ্রাম), মধুবন (বগুড়া), বর্ষা (জয়দেবপুর), চন্দ্রিমা (শ্রীপুর), নিউ মেট্রো, সিনেস্কোপ (নারায়ণগঞ্জ), ঝংকার (পাঁচদোনা), ছায়াবানী (ময়মনসিংহ), শঙ্খ, লিবার্টি (খুলনা), রূপকথা (শেরপুর), মধুমতি (ভৈরব), নবীন (মানিকগঞ্জ), মালঞ্চ (টাঙ্গাইল), মাধবী (মধুপুর), সঙ্গীতা (সাতক্ষীরা), রুটস সিনেক্লাব (সিরাজগঞ্জ), পূর্বাশা (শান্তাহার), রাজমহল (চাপাই) ও রাধানাথ (শ্রীমঙ্গল)।

এ ছাড়া দ্বিতীয় সপ্তাহে নতুন যুক্ত হয়েছে চিত্রামহল, বিজিবি, সেনা, চাঁদমহল (ঢাকা), পান্না (মুক্তারপুর), মনিহার (যশোর), অভিরুচি (বরিশাল), তিতাস (পটুয়াখালী), বনলতা (ফরিদপুর) ও মিলন (মাদারীপুর)।


Leave a reply