Select Page

নতুনরূপে পুরানো জুটি

নতুনরূপে পুরানো জুটি

Sany-Mousumi20130716025712সম্প্রতি ইউটিউবে মুক্তি পেয়েছে ‘লিডার’ চলচ্চিত্রের দ্বিতীয় প্রোমো। ছবিটির নির্মাণ শেষ না হলেও প্রোমোটি বেশ সাড়া জাগিয়েছে। প্রত্যেকটি চরিত্রকে দেখা গেছে নতুন লুকে। দর্শক আশা করছে ভিন্নধর্মী কিছু দেখা যাবে এ ছবিতে। খুশির খবর হলো এ ছবির মাধ্যমে অনেকদিন পর পর্দায় দেখা যাবে মৌসুমীওমরসানি জুটিকে।

দিলশাদুল হক শিমুলের পলিটিক্যাল থ্রিলারটিতে নতুন রূপে আসছেন এই তারকা জুটি। ছবিটির শুটিং হয়েছে ঢাকার বাইরে একাধিক জেলায়। ওমর সানি ও মৌসুমী জুটি প্রসঙ্গে নির্মাতা দৈনিক ইত্তেফাককে বলেন, ‘আমার কাছে মনে হয়েছে সেই পুরোনো ওমর সানি-মৌসুমী ক্রেজটাকেই এই ছবিতে আমি ধারণ করেছি। কারণ গেল ২৬ মার্চে আমি ‘লিডার’ ছবির দ্বিতীয় প্রমোটা রিলিজ করি। এবং এই প্রমো দেখে অনেকেই অবাক হয়ে আমাকে ফোন করেছেন ওমর সানি-মৌসুমী জুটি যেন সেই আগের আদলেই ফিরে এসেছেন।’

এ বছরের কোনো সুবিধাজনক সময়ে ছবিটি মুক্তি পাবে।


মন্তব্য করুন