Select Page

ন ডরাই : প্রথম গানে ‘যন্ত্রণা’

ন ডরাই : প্রথম গানে ‘যন্ত্রণা’

তানিম রহমান অংশু পরিচালিত ‘ন ডরাই‘ সিনেমার প্রথম গান ‘যন্ত্রণা’ প্রকাশ হয়েছে অনলাইনে। নিজের কথা, সুর ও সংগীতে কণ্ঠ দিয়েছেন মোহন শরীফ।

‘যন্ত্রণা’ মিশ্র প্রতিক্রিয়া পেলেও ব্যবহৃত ফুটেজ সবাই খুবই প্রশংসা করেছেন।

সিনেমাটির প্রধান দুটি চরিত্রে আছেন সুনেরাহ বিনতে কামাল ও শরীফুল রাজ। প্রযোজনা করেছে স্টার সিনেপ্লেক্স। মুক্তি পাবে ২৫ নভেম্বর।

গানটি শুনে-দেখে কেমন লাগলো জানান পাঠক-

 


Leave a reply