Select Page

পঞ্চম সপ্তাহে ৮৭ হলে ‘পোড়ামন ২’, বুঝে নিন তালিকা

পঞ্চম সপ্তাহে ৮৭ হলে ‘পোড়ামন ২’, বুঝে নিন তালিকা

ঈদুল ফিতরে মাত্র ২২টি হলে মুক্তি পায় ‘পোড়ামন ২’। অন্য সিনেমাগুলো ধীরে ধীরে প্রেক্ষাগৃহ হারাতে থাকলেও ‘পোড়ামন ২’ এর ক্ষেত্রে হয়েছে উল্টোটা। পঞ্চম সপ্তাহে প্রদর্শিত হচ্ছে ৮৭টি হলে।

সিনেমাটি পরিচালনা করেছেন রায়হান রাফি। অভিনয় করেছেন সিয়াম আহমেদ ও পূজা চেরি।

এবার দেখে নেওয়া যাক হল তালিকা—

টানা পঞ্চম সপ্তাহ : ঢাকার বলাকা সিনেওয়ার্ল্ড, শ্যামলী, স্টার সিনেপ্লেক্স, যমুনা ব্লকবাস্টার ও মমো ইন (বগুড়া)।

তৃতীয় সপ্তাহ : মধুমিতা (ঢাকা), রানীমহল (ডেমরা), নিউ মেট্টো (নারায়ণগঞ্জ), সেনা অডিটরিয়াম (সাভার), শাপলা (রংপুর), শঙ্খ (খুলনা), চিত্রালী (খুলনা), মমতাজ (সিরাজগঞ্জ), মর্ডান (দিনাজপুর), বনানী (কুষ্টিয়া), ছায়াবানী (ময়মনসিংহ), ঝংকার (পাঁচদোনা), কেয়া (টাঙ্গাইল), কল্লোল (মধুপুর), বনলতা (ফরিদপুর), প্রীতি (আগলা) ও রাজিয়া (নাগরপুর)।

দ্বিতীয় সপ্তাহ : ঢাকার সনি, সেনা, চিত্রামহল, এশিয়া, পুনম, চাঁদমহল (কাঁচপুর), পান্না (মুক্তারপুর), ফিরোজমহল (পাগলা), চলন্তিকা (গোপালদী), ছন্দা (পটিয়া), বৈশাখী (বাউফল), গ্যারিসন (কুমিল্লা), হ্যাপী (লক্ষীপুর), হীরক (গোবিন্দগঞ্জ), ঝর্ণা (দাউদকান্দি), কথাচিত্র (কটিয়াদি), মধুমিতা (মাগুরা), মধুমতি (ভৈরব), মোহনা (কোনাবাড়ি), ময়ূরী (বাগাছড়া), মনোয়ার (জামালপুর), মুন (হোমনা), নিউ রজনীগন্ধ্যা (চালা), পালকী (চান্দিনা), আয়না (আক্কেলপুর), পৃথিবী (জয়পুরহাট), প্রিয়া (ঝিনাইদহ), প্রতিভা (রাজৈর), আলমাস (চট্টগ্রাম), রংধনু (নজিপুর), রাজমনি (বোরাহানউদ্দিন), রূপকথা (পাবনা), রূপসী (ভোলা), সঙ্গীতা (সাতক্ষীরা), অবসর (বিরামপুর), সিক্তা (ধুনট), সোনিয়া (বগুড়া), অবকাশ (ফুলবাড়ি), তিতাস (পটুয়াখালী), উপহার (রাজশাহী) ও ভিক্টোরিয়া (শ্রীমঙ্গল)।

প্রথম সপ্তাহ : মুক্তি (ঢাকা), চম্পাকলি (টঙ্গী), নবীন (মানিকগঞ্জ), রূপালী (কুমিল্লা), তামান্না (সৈয়দপুর), বর্ণালী (শাহজাদপুর), বিজিবি (সিলেট), সাধনা (রাজবাড়ী), মিলন (মাদারীপুর), পান্না (চুয়াডাঙ্গা), মুন (মুক্তাগাছা), মল্লিকা (উল্লাপাড়া), মনোরমা (কাপাসিয়া), মোহন (হবিগঞ্জ), রেনেসাঁ (সখিপুর), বুলবুল (চিতলমারি), ঝংকার (বক্সীগঞ্জ), আলতা (সরিষাবাড়ি), আলোছায়া (শরীয়তপুর), সাগর (কালিয়াকৈর), দিনান্ত (কেশরহাট), বর্ণালী (নোয়াপাড়া), ছন্দা (হাসনাবাদ) ও গ্যারিসন (দয়ারামপুর)।


Leave a reply