Select Page

পিতা-পুত্রের অদৃশ্য শত্রু

পিতা-পুত্রের অদৃশ্য শত্রু

Mashrur Parvez - Sohel Ranaউপমহাদেশের চলচ্চিত্রে এই প্রথম কোন পুত্র পরিচালকের নির্দেশনায় অভিনয় করলেন নায়ক পিতা। ঘটনাটি ঘটেছে বাংলাদেশের চলচ্চিত্রে। পুত্র পরিচালকের নাম মাশরুর পারভেজ আর নায়ক পিতার নাম সোহেল রানা। ১লা জুন উত্তরার একটি বাড়িতে ঘটে এ নতুন ঘটনা।
পারভেজ ফিল্মসের ৩০ নম্বর ছবি ‘অদৃশ্য শত্রু’র মাধ্যমে চলচ্চিত্র পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেছেন দুই ভাই মাসুদ পারভেজ ও কামাল পারভেজের দুই ছেলে মাশরুর পারভেজ ও আকিব পারভেজ।
ছবিতে সোহেল রানার সঙ্গে আরও অভিনয় করছেন ,সুচরিতা, জায়েদ খান, নবাগতা প্রিয়া আমান, আনিস ও জাভেদ। অতিথি চরিত্রে জনপ্রিয় নায়ক রুবেলও অভিনয় করতে পারেন বলে জানা গেছে।

সূত্র: মানবজমিন


মন্তব্য করুন