Select Page

প্রচারণায় নামবেন শখ

প্রচারণায় নামবেন শখ

Shokh২০১০ সালে এম বি মানিকের পরিচালনায় ‘বলো না তুমি আমার’ ছবিতে শাকিব খানের বিপরীতে অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক ঘটেছিল শখের। দ্বিতীয়বারের মত চলচ্চিত্রের পর্দায় উপস্থিত হতে যাচ্ছেন সানিয়াত হোসেনের ‘অল্প স্বল্প প্রেমের গল্প’ ছবির মাধ্যমে। শীঘ্রই সেন্সরে যাচ্ছে ছবিটি। তাই শখও আগ্রহী হয়ে উঠেছেন এর প্রচারণার জন্য। জানিয়েছেন, প্রযোজক চাইলে দেশের বিভিন্ন স্থানেও প্রচারণায় অংশ নিতে আপত্তি নেই তার।

ছবিটি আগামী ঈদে মুক্তি পাওয়ার সম্ভাবনা আছে।

সূত্র: কালেরকন্ঠ


Leave a reply