Select Page

ফিরছেন রিয়াজ

ফিরছেন রিয়াজ
0_Thu07112013085926_riaz ffদীর্ঘদিন ধরে অভিনয়ে নেই রিয়াজ। মাঝে ব্যস্ত ছিলেন একটি রিয়েল স্টেট প্রতিষ্ঠানের সঙ্গে। বিরতি ভেঙে গেল পহেলা বৈশাখের  দুটি নাটকে অভিনয় করে। কিন্তু বড়পর্দার এ নায়ককে ভক্তরা নতুন ছবিতে দেখতে চান। এবার বোধহয় সে বিরতিও ভাঙ্গছে।

হাঁ, তিনি ফিরছেন বড় পর্দায়। শুধু অভিনেতা হিসেবেই নয়, প্রযোজক হিসেবেও আসছেন তিনি। রিয়াজ একটি সংবাদমাধ্যমকে বলেন, ‘তিনটি ছবির ব্যাপারে প্রযোজক-পরিচালকদের সঙ্গে চূড়ান্ত কথা হয়েছে। সেই সঙ্গে প্রযোজক হিসেবেও একটি ছবি নির্মাণের প্রস্তুতি নিয়েছি। আগামী মাসের প্রথম দিকেই সংবাদ সম্মেলনের মাধ্যমে সবাইকে সুখবরগুলো জানাব। এর বেশি এখনই বলতে চাই না।’
রিয়াজ আগেও চলচ্চিত্র প্রযোজনা করেছেন। দেখা যাক, তার নতুন ইনিংস কেমন জমে!

 


Leave a reply