Select Page

ফেসবুকে মিশার পারিবারিক ছবি

ফেসবুকে মিশার পারিবারিক ছবি

image_83031মিশা সওদাগরের ক্যারিয়ারে আছে রেকর্ড সংখ্যক ৮০০টি ছবি। প্রায় সবগুলোতেই তিনি ভিলেন চরিত্রে অভিনয় করেছেন। যারা কিনা সমাজ সংসারের মূল্যবোধবিরোধি। কিন্তু ব্যক্তিগত জীবনে মিশা একদম আলাদা মানুষ। খুবই পারিবারিক ও সামাজিক।

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তিনি প্রকাশ করেছেন নিজের একটি পারিবারিক ছবি। তা দেখে ভক্তরা খুশিই হয়েছেন। অগণিত ভক্তদের শুভেচ্ছা পেয়েছেন তিনি।

এই ছবি প্রকাশের পর একটি পত্রিকা মিশা সম্পর্কে এইভাবে লিখেছেন- চলচ্চিত্রে মন্দ মানুষের ডায়লগ দিলেও অফ স্ক্রিনে বড়ই পারিবারিক আর সাদামাটা মানুষ মিশা সওদাগর। রোজকার মতো একজন দায়িত্ববান বাবা হিসেবে সন্তানকে নিয়ে স্কুলে যাওয়া, অভিভাবক সভায় উপস্থিত থাকা—সবকিছুই খুব নিয়ম মেনে করেন তিনি। পারিবারিকভাবেও দারুণ সুখী মানুষ।


মন্তব্য করুন