বছরে দুই সিনেমা নির্মাণের পরিকল্পনা
‘বছরে দুটো সিনেমা ও একটি ধারাবাহিক নাটক নির্মাণ করার চেষ্টা করব। এখন সেভাবেই পরিকল্পনা করছি।’ এনটিভি অনলাইনকে দেওয়া সাক্ষাৎকারে এমনটা জানালেন ‘ছুয়েঁ দিলে মন’-খ্যাত নির্মাতা শিহাব শাহীন।
এখন পর্যন্ত একশর ওপরে নাটক পরিচালনা করেছেন। ‘ছুঁয়ে দিলে মন’ নামের একটি চলচ্চিত্রও নির্মাণ করেছেন। ক্যারিয়ারে কোনো বাধার সম্মুখীন হয়েছিলেন কি?— এ প্রশ্নের জবাবে বলেন, ‘শুরুর দিকে একদম বাধা ছিল না। মনে হয়েছিল এসেই সবার হৃদয় জয় করতে পেয়েছিলাম। আমাকে চ্যানেলে চ্যানেলে দৌড়াতেও হয়নি। আমি চলচ্চিত্র নির্মাণে অনেক বাধা পেয়েছি। চলচ্চিত্র বানানোর ইচ্ছা ছিল অনেক আগেই। নানা কারণে এটা হয়নি। তখন এফডিসির পরিচালকরা টেলিভিশন নির্মাতাদের মূল্যায়ন করেননি। আমরাও তাদের ঠিকমতো মূল্যায়ন করতে পারিনি। এ জন্য কোথায় যেন একটা গ্যাপ তৈরি হয়েছিল।’
তিনি আরো বলেন, “অনেকে আমাকে চলচ্চিত্র নির্মাণের প্রস্তাব দিয়েছিলেন কিন্তু আমি রাজি হতে পারিনি। কারণ তাঁরা পছন্দমতো শিল্পী নির্বাচনসহ অনেক কিছু নিজের মতো করে চাইতেন। কিন্তু আমার পক্ষে সেগুলো সম্ভব ছিল না। ‘ছুঁয়ে দিলে মন’ নির্মাণের আগেও আমি আর একটি চলচ্চিত্র নির্মাণের কথা ভেবেছিলাম। যেটা এখনো করতে পারিনি।”