Select Page

বিএফডিসিতে ঘুরতে যাবেন আনোয়ার হোসেন

Anowar Hossainসিরাজউদদৌলা খ্যাত কিংবদন্তী অভিনেতা আনোয়ার হোসেন চলচ্চিত্রের কাজে এফডিসি গিয়েছেন আট দশ বছর আগে। কিন্তু তারপর অসুস্থ্য হয়ে পড়ার কারনে এবং সংলাপ মনে রাখতে না পারার কারনে ধীরে ধীরে চলচ্চিত্র জগত থেকে নিজেকে সরিয়ে নেন। এখন কথা প্রায় বলতেই পারেন না, কিন্তু নিজের মুখে জানিয়েছেন এফডিসিতে ঘুরতে যাওয়ার আগ্রহের কথা। তার ইচ্ছা পূরনের সংকল্প ব্যক্ত করেছেন তার স্ত্রী নাসিমা আনোয়ার। আগামী জুন মাসের প্রথম অথবা দ্বিতীয় সপ্তাহে আনোয়ার হোসেন তার জীবনের সবচে প্রিয় স্থান বিএফডিসি-তে ঘুরতে যাবেন।

সূত্র: মানবজমিন


মন্তব্য করুন