Select Page

‘ব্যবসায়িক বলতে কেবল এক ধরনের সিনেমাই কেন বুঝি’

‘ব্যবসায়িক বলতে কেবল এক ধরনের সিনেমাই কেন বুঝি’

বিজন ইমতিয়াজ। ‘মাটির প্রজার দেশে’র নির্মাতা। সিনেমাটি বাংলাদেশে মুক্তি না পেলেও বিদেশে বেশ নাম কামিয়েছে সিনেমাটি। সম্প্রতি ফেসবুকে বাণিজ্য, সিনেমা ও শিল্প নিয়ে তিনি একটি স্ট্যাটাস দেন।

এবার দেখা যাক তিনি কী বলেছেন— একটা কথা শুনতে শুনতে আমি বিরক্ত, ‘সিনেমা শিল্প, ব্যবসা নয়।’ এমন কথা শুধু তারাই বলতে পারেন যাদের আসলে কোন পারিবারিক দায়িত্ব নেই অথবা অর্থের কোন সংকট নেই। অংকই ব্যবসা, ব্যবসাই শিল্প, শিল্পই অংক— এই কথার মর্ম না বুঝলে জীবনই বোধগম্য হবে না, আর জীবন বুঝার চাহিদা না থাকলে শিল্প কোত্থেকে আসবে শুনি? আমরা যারা শিল্পকে জীবিকা হিসেবে নিয়েছি, আমরা মাস শেষে বাড়ি ভাড়া এই কাজ করেই দেই। আরেকটা কথা না বললেই নয়, আমরা বাংলাদেশিরা ব্যবসায়িক সিনেমা বলতে কেবল এক ধরনের সিনেমাই কেন বুঝি সেটাও আমার বোধগম্য নয়। সব ধরনের সিনেমারই বাজার আছে, এবং সব সিনেমাই কারো না কারো টেবিলে ভাতের জোগান দেয়।


Leave a reply