Select Page

মাত্র ৮০ লাখে শাকিব!

মাত্র ৮০ লাখে শাকিব!

Shakib_khan

শাকিব মানে বড় বাজেট। আর কিছু না হোক গানের শুটিং হয় থাইল্যান্ডে। তার সিনেমাই না-কি নির্মিত হলো মাত্র ৮০ লাখ টাকায়।

রাজা ৪২০’ নামের সিনেমাটি বর্তমানে প্রেক্ষাগৃহে দেখা যাচ্ছে। শুধু বাজেটই নয়, আয়ের দিক থেকেও পিছিয়ে আছে বলে জানাচ্ছে ঢালিউড টুয়েন্টিফোর

বিশটি হলের প্রথমদিনের সেল রিপোর্ট প্রকাশ করে অনলাইনটি। এর মধ্যে টঙ্গী স্টেশনের ‘চম্পাকলি’র তুলনামূলক চিত্র তুলে ধরা হয়। বলা হয়, ‘লাভ ম্যারেজ’ ঈদুল ফিতরের দিন আয় করেছে ২ লাখ ৩৪ হাজার টাকা। এটাই একদিনে গত ছয় মাসে শাকিবের সর্বোচ্চ টিকেট বিক্রি থেকে আয়। এরপরই রয়েছে ‘রাজাবাবু’। ঈদুল আযহার দিন ছবিটি ২ লাখ ৫ হাজার টাকা আয় করেছে।

ঈদের বাইরে মুক্তির প্রথম দিনে (১৪ আগষ্ট) আকর্ষণীয় আয় ‘আরো ভালোবাসবো তোমায়’-এর। ছবিটি আয় করে ১ লাখ ৭৫ হাজার টাকা। ‘দুই পৃথিবী’ মুক্তির প্রথম দিন আয় করে ১ লাখ ৫ হাজার টাকা। এটিই শাকিবের সাম্প্রতিক কোনো ছবির সবচেয়ে বাজে আয়।

শাকিবের সর্বশেষ ছবি ‘রাজ ৪২০’ মুক্তি পেয়েছে গত ৫ ফেব্রুয়ারি। ছবিটি ২ লাখের ঘর ছুঁতে পারেনি। আবার ‘দুই পৃথিবী’র মতো একেবারে খারাপ আয়ও করেনি। পুরো দিনে আয় করেছে ১ লাখ ৫৫ হাজার টাকা।

তবে ‌‘দুই পৃথিবী’ নিয়ে তেমন প্রত্যাশা ছিল না নির্মাতা। সিনেমাটির নির্মাণ কয়েকবছর আটকা পড়েছিল। কোনোমতে শেষ করে মুক্তি দেওয়া হয়।

‘রাজা ৪২০’ যখন মুক্তি পায়, তখন ছবির পরিচালক উত্তম আকাশ ছিলেন কানাডায়। মাত্র ৮০ লাখ টাকা বাজেটের ছবিটি নিয়ে তিনিও হয়তো আশাবাদী ছিলেন না। গত ১০ বছরে কেউ শাকিবকে নিয়ে এতো কম বাজেটে ছবি বানাতে পারেননি। সম্ভবত এ কারণেই নির্মাণ নিয়ে সমালোচিত হওয়া সিনেমাটি বাজেট তুলে আনবে।


মন্তব্য করুন