Select Page

যে সকল হলে চলছে ‘জিরো থেকে টপ হিরো’

যে সকল হলে চলছে ‘জিরো থেকে টপ হিরো’

শুক্রবার সারাদেশে মুক্তি পেয়েছে শাহীন-সুমন পরিচালিত চলচ্চিত্র জিরো থেকে টপ হিরো। ছবির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন জেফ, ইতিশা, বিপাশা কবির, সুমিত প্রমুখ। জেনে নিন প্রথম সপ্তাহে যে সকল হলে চলছে ছবিটি।

জিরো থেকে টপ হিরো’ যে সকল প্রেক্ষাগৃহে মুক্তি পাবে:
ঢাকার ভেতর: মধুমিতা, সনি, এশিয়া, শাহীন, পূর্ণিমা, গীত, বিজিবি, রাজমনি, চিত্রামহল, নিউ গুলশান, পূনম, শ্যামলী।

ঢাকার বাইরে: মতিমহল (ডেমরা), চাঁদমহল (কাচপুর), গুলশান (নাঃগঞ্জ), চম্পাকলি (টঙ্গী), ছায়াবানী (ময়মনসিংহ), কাকলী (শেরপুর), পূরবী (চট্টগ্রাম), রুনা (চালাকচর), ফাল্গুনি (নাগরপুর), বাম্বী (বগুড়া), রূপকথা (পাবনা), সংগীতা (খুলনা), লির্বাটি (খুলনা), মধুমতি (কুমিল্লা), নিউ রজনীগন্ধা (চালা), পালকি (চান্দিনা), মণিহার (যশোর), উপহার (রাজশাহী), কল্লোল (মধুপুর), ধংকর (পাচদোনা), পান্না (মুক্তারপুর), অভিরুচি (বরিশাল), হীরামন (নেত্রকোনা), গৌরি (শাহজাদপুর), চলন্তিকা (গোপালদি), সুরভী (শিবচর), রূপসী (ভোলা), উল্কা (জয়দেবপুর), কানন (সাগর দিঘি), বনলতা (ফরিদপুর), মধুমতী (ভৈরব), সাধন (রাজবাড়ি), মানসী (কিশোরগঞ্জ), শাপলা (রংপুর), চন্দ্রিমা (শ্রীপুর), সংগীতা (সাতক্ষিরা), নবীন (মানিকগঞ্জ), মনোয়ার (জামালপুর), নন্দিতা (সিলেট)।


মন্তব্য করুন