Select Page

শাকিবের ২০ চলচ্চিত্র

শাকিবের ২০ চলচ্চিত্র

Shakib Khanশাকিব খান বুড়ো হয়ে গেছেন, মুটিয়ে গেছেন, আর হবে না তাকে দিয়ে – এমন কথার বিপরীতে এখনো শক্ত অবস্থানে দাড়িয়ে আছেন সুপারস্টার শাকিব খান। সপ্তাহে ৬ দিন, মাসে ২৫ দিন শ্যুটিং করেন এখনো, হাতে আছে ২০টির মত ছবি। আজ শুক্রবার মুক্তি পাচ্ছে শাকিব-সাহারা অভিনীত ছবি ‘নিষ্পাপ মুন্না’। মুক্তির তালিকায় আছে সাফিউদ্দিন সাফির পরিচালনায় ‘পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী’, এফ আই মানিকের পরিচালনায় ‘দুই পৃথিবী’, উত্তম আকাশের পরিচালনায় ‘ঢাকা টু বোম্বে’।

শাকিব খান বলেছেন, তার হাতে আরও ২০টির মত ছবি আছে। সব ছবিতে তিনি অভিনয় করছেন না। এ বছর আরও চারটি ছবিতে কাজ করবেন। আর এতেই প্রমাণ হবে তিনি আছেন নাকি হারিয়ে যাচ্ছেন। সম্প্রতি শাকিব খান অভিনীত দুটি টেলিভিশন বিজ্ঞাপন সাড়া ফেলেছে।

সূত্র: মানবজমিন


Leave a reply