Select Page

শিল্পকলায় ‘মৃত্তিকা মায়া’

শিল্পকলায় ‘মৃত্তিকা মায়া’

Mrittika-Maya_Poster_B-235x275২০১২ সালে সরকারি অনুদানে গাজী রাকায়েতের পরিচালনায় নির্মিত ‘মৃত্তিকা মায়া‘ চলচ্চিত্রের বিশেষ প্রদর্শনী হতে যাচ্ছে বাংলাদেশ শিল্পকলা একাডেমীতে।

শুক্রবার ১৫ নভেম্বর বিকেল ৪টা ও সন্ধ্যা ৭টায় ছবিটির দুটো প্রদর্শনী হবে।

পরিচালক দেশের সব জেলায় ছবিটি প্রদর্শনীর উদ্যোগ নিয়েছেন। ইতোমধ্যে পঞ্চগড়ে ছবিটির একটি প্রদর্শনী হয়ে গেল।

ছবিটিতে অভিনয় করেছেন শর্মীমালা, তিতাস জিয়া, রাইসুল ইসলাম আসাদ, মামুনুর রশীদ, অপর্ণা, লুৎফর রহমান জর্জ, পীযূষ বন্দ্যোপাধ্যায় প্রমুখ।


মন্তব্য করুন