Select Page

শুরু হল শাকিব খানের জীবনীভিত্তিক ছবি

শুরু হল শাকিব খানের জীবনীভিত্তিক ছবি

Rana the Fighterঢালিউডের এক নাম্বার হিরো শাকিব খানের জীবন কাহিনী নিয়ে এম এ রহিম পরিচালিত রানা দ্য ফাইটার চলচ্চিত্রের শ্যুটিং শুরু হয়েছে আজ। ঢাকার অদূরে রাজেন্দ্রপুরে ছবিটির মহরত শেষে শ্যুটিং শুরু হয়। ছবিতে শাকিব খানের বিপরীতে অভিনয় করছেন জানে না এ মন চলচ্চিত্রের মাধ্যমে অভিষিক্ত নায়িকা জানভী

শাকিব খানের প্রকৃত নাম মাসুদ রানা। চলচ্চিত্রে এসে তার নাম রাখা হয় শাকিব খান। এরপর থেকেই শাকিব খান নামেই তিনি প্রতিষ্ঠিত হন। একটি সাধারণ ছেলে থেকে মাসুদ রানা কিভাবে আজকের শাকিব খান হন, ‘রানা : দ্য ফাইটার’ ছবিতে সেই সংগ্রামের গল্পই তুলে ধরা হবে।

‘রানা : দ্য ফাইটার’ ছবিতে মোট ৫টি গান রয়েছে। গানগুলোর কথা লিখেছেন সুদীপ কুমার দীপ। সুর ও সঙ্গীতায়োজনে আহমেদ হুমায়ুন।


মন্তব্য করুন