Select Page

শেষ পর্যায়ে ‘চার অক্ষরে ভালবাসা’

শেষ পর্যায়ে ‘চার অক্ষরে ভালবাসা’

জাকির খান পরিচালিত ‘চার অক্ষরে ভালবাসা’ চলচ্চিত্রের ৮০ ভাগ শুটিং শেষ হয়েছে। আগামী মার্চে শুরু হবে বাকি অংশের কাজ। এই ছবির মাধ্যমে অনেকদিন পর চিত্রনায়িকা পপি’কে পর্দায় দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে।

এই ছবিতে পপির বিপরীতে অভিনয় করেছেন  ফেরদৌসনীরব

চলচ্চিত্রটির কাহিনী, চিত্রনাট্য ও পরিচালনা করছেন জাকির খান। তিনি একটি সংবাদ মাধ্যমকে জানান, ‘২০১৩ সালের এপ্রিলে চলচ্চিত্রটির শুটিং শুরু হয়েছিল। কক্সবাজার, হোতাপাড়া, সাভারে শুটিং করেছি। আগামী মাসে বাকি কাজ শেষ করব।’


Leave a reply