![ডিসেম্বরে মুক্তি পাচ্ছে ৯-৬ বছর আগের দুনিয়া ও ডেঞ্জার জোন](https://i0.wp.com/bmdb.co/wp-content/uploads/2024/12/duniya_dangar_zone_bmdb_image.jpg?resize=150%2C150&ssl=1)
সিনেমার মহরত ঘোষণা করলেন এরশাদ
বাংলাদেশী সিনেমার ইতিহাসে এই প্রথম কোন সাবেক প্রেসিডেন্ট সিনেমার মহরত ঘোষনা করলেন। ছবির পরিচালক দুইজন বাংলাদেশী চলচ্চিত্রের ইতিহাসে সর্বকনিষ্ঠ পরিচালক। ছবির নাম ‘অদৃশ্য শত্রু’ এবং পরিচালকদ্বয় হলেন মাসুদ পারভেজ (সোহেল রানা)র ছেলে আকিব পারভেজ এবং প্রযোজক কামাল পারভেজের ছেলে মাশরুর পারভেজ। প্রযোজনা সংস্থা পারভেজ ফিল্মস এর ৩০-তম চলচ্চিত্র ‘অদৃশ্য শত্রু’র মহরত অনুষ্ঠিত হয় ঢাকা ক্লাবের গেস্ট হাউজ লাউঞ্জে। এ সময় উপস্থিত ছিলেন বাণিজ্যমন্ত্রী জি এম কাদের, ছবির প্রযোজক জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য মাসুদ পারভেজ সোহেল রানা, নিবেদক ড. জীনাত পারভেজ, চলচ্চিত্র সেন্সর বোর্ডের সদস্য নাসির উদ্দিন দিলু, চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি শহীদুল ইসলাম খোকন, বিশিষ্ট অভিনেতা জাভেদ, অভিনেত্রী সুচরিতা, কোরিওগ্রাফার ইমদাদুল হক খোকন, ছবির নায়ক-নায়িকা জায়েদ খান ও প্রিয়া আমানসহ আমন্ত্রিত সাংবাদিকরা। অদৃশ্য শত্রু’ ছবির প্রধান দুটি চরিত্রে অভিনয় করছেন সোহেল রানা ও সুচরিতা।
সূত্র: মানবজমিন