Select Page

সিমলার নতুন ছবি নাইওর

সিমলার নতুন ছবি নাইওর

Naiyorজাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ী অভিনেত্রী সিমলা নতুন একটি চলচ্চিত্রে অভিনয় শুরু করেছেন। রাশিদ পলাশ নামে নতুন নির্মাতা পরিচালিত এই ছবিটির নাম নাইওর। ছবিটিতে সিমলা বাইজী চরিত্রে অভিনয় করবেন।

৮ জানুয়ারী এফডিসির জহির রায়হান কালার ল্যাবে ছবিটির মহরত অনুষ্ঠিত হয়। ছবিতে সিমলার বিপরীতে অভিনয় করবেন ছোট পর্দা থেকে চলচ্চিত্রে নিয়মিত হওয়া শক্তিমান অভিনেতা আনিসুর রহমান মিলন। মহরত অনুষ্ঠানে ছবির নায়ক নায়িকা ছাড়াও নাট্যনির্মাতা চয়নিকা চৌধুরী, অভিনেতা আহসানুল হক মিনু উপস্থিত ছিলেন।

পরিচালক রাশিদ পলাশ নিজেই ছবিটির কাহিনী ও চিত্রনাট্য রচনা করেছেন। আরসি প্রোডাকশনের ব্যানারে নির্মিতব্য ছবিটিতে আরও অভিনয় করবেন ফজলুর রহমান বাবু, মোমেনা চৌধুরী, রাশেদ মামুন অপু প্রমুখ।


মন্তব্য করুন