Select Page

সোহমের বিপরীতে মিষ্টি জান্নাত

সোহমের বিপরীতে মিষ্টি জান্নাত

3_183513

কলকাতার নায়ক সোহমের বিপরীতে অভিনয় করবেন বাংলাদেশের নায়িকা মিষ্টি জান্নাত। ইতিমধ্যেই অভিনয়ের জন্য চুক্তি স্বাক্ষর করেছেন সোহম। ছবির নাম ‘ভালোবেসে ছুঁয়ে দিলাম’। সজল আহমেদের পরিচালনায় ছবিটির কাজ শুরু হবে মার্চে। এরই মধ্যে কলকাতার সংগীত পরিচালক শ্রী প্রীতমের সংগীতায়োজনে ছবির সব কয়টি গান রেকর্ডিং শেষ হয়েছে বলে জানিয়েছেন পরিচালক সজল।

ছবির নায়িকা মিষ্টি বলেন, ‘অনেক দিনের ইচ্ছা ছিল সোহমের সঙ্গে অভিনয় করার। এবার সেই ইচ্ছাটা পূরণ হতে যাচ্ছে। এর মধ্যে প্রযোজনা প্রতিষ্ঠান সোহমকে চুক্তিবদ্ধ করেছে জেনে খুশি হয়েছি। এ ছাড়া ছবির গল্প আর তাঁর চরিত্রটা পছন্দ করেছেন সোহম। আশা করছি, শিগগিরই আমরা ছবির শুটিং শুরু করতে পারব।’


মন্তব্য করুন