Select Page

কোথায় দেখবেন তুই আমার

কোথায় দেখবেন তুই আমার

শুক্রবার ঢাকাসহ সারাদেশে মুক্তি পেয়েছে সাইমন  সাদিক এবং মিষ্টি জান্নাত অভিনীত চলচ্চিত্র তুই আমার। সজল আহমেদ পরিচালিত এই চলচ্চিত্রটি মিষ্টি জান্নাতের প্রযোজনা প্রতিষ্ঠান হ্যাভেন মাল্টিমিডিয়া থেকে নির্মিত হয়েছে। একটি জমিদার বাড়িকে কেন্দ্র করে গড়ে উঠেছে সিনেমার গল্প। যেখানে অহংকারী তরুণীর চরিত্রে দেখা যাবে মিষ্টিকে, সাইমন তাদের আশ্রিত।

‘তুই আমার’-এর অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন রেবেকা, আলীরাজ, তানিন সুবাহ ও বড়দা মিঠু। আইটেম গানে নেচেছেন বিপাশা কবির। বর্তমানে যে সকল প্রেক্ষাগৃহে চলচ্চিত্রটি চলছে তার একটি তালিকা নিচে দেয়া হল।

অভিসার (ঢাকা), সনি (ঢাকা), পুনম (ঢাকা), এশিয়া (ঢাকা), পূরবী (ঢাকা), চিত্রামহল (ঢাকা), আনন্দ (ঢাকা), বিজিবি (ঢাকা), জোনাকী (ঢাকা), শাহীন (ঢাকা), মুক্তি (ঢাকা), নিউ গুলশান (জিঞ্জিরা), রাণীমহল (ডেমরা), কেয়া (টাঙ্গাইল), কানন (সাগরদীঘি), শাহীন (বল্লাবাজার), মাধবী (মধুপুর), কাকলী (শেরপুর), বীনা (পাবনা), মধুমতি (কুমিল্লা), গ্যারিসন (কুমিল্লা ক্যান্ট), মমতা (মাধবদী), বিজিবি (সিলেট), মনোয়ার (জামালপুর), উল্কা (জয়দেবপুর), চম্পাকলি (টঙ্গী), আনন্দ (কুলিয়ারচর), বর্ণালী (শাহজাদপুর), মুন (হোমনা), ছবিঘর (ঝিনাইদহ), সাগরিকা (চালা), লিবার্টি (খুলনা), সংগীতা (খুলনা), মোহনা (কোনাবাড়ী), চাঁদমহল (কাঁচপুর), মোহন সিনেমা (হবিগঞ্জ), পূরবী (চট্রগ্রাম) ওআলমাস (চট্টগ্রাম)


মন্তব্য করুন