Select Page

‘হৃদিতা’ (ট্রেলার)

‘হৃদিতা’ (ট্রেলার)

কথাসাহিত্যিক আনিসুল হকের ‘হৃদিতা’ উপন্যাস অবলম্বনে একই নামের সিনেমা নির্মাণ করেছেন যুগল নির্মাতা ইস্পাহানী আরিফ জাহান। ৭ অক্টোবর মুক্তি প্রতিক্ষীত সিনেমাটির ট্রেলার প্রকাশ হয়েছে ২০ সেপ্টেম্বর।

২০১৯-২০ অর্থবছরে ৫৫ লাখ টাকা সরকারি অনুদান পেয়েছে এই সিনেমাটি। এতে নাম ভূমিকার অভিনয় করেছেন পূজা চেরি। বিপরীতে আছেন এবিএম সুমন।

‘হৃদিতা’র সঙ্গে একই দিন মুক্তি পাবে মোস্তাফিজুর রহমান মানিক পরিচালিত ‘যাও পাখি বলো তারে’। এ সিনেমায় আছেন মাহিয়া মাহি, আদর আজাদ ও শিপন মিত্র।


১ Comment

Leave a reply