Select Page

২২ থেকে চতুর্থ সপ্তাহে ৭৭ হলে ‘পোড়ামন ২’, দেখুন তালিকা

২২ থেকে চতুর্থ সপ্তাহে ৭৭ হলে ‘পোড়ামন ২’, দেখুন তালিকা

ঈদুল ফিতরে মুক্তি পায় মাত্র ২২ হলে। তৃতীয় সপ্তাহে এসে দাঁড়ায় ৩৫, এবার চতুর্থ সপ্তাহে ৭৭ হল পেয়েছে ‘পোড়ামন ২’ । এর মধ্যে ৭টিতে ঈদ থেকে টানা প্রদর্শিত হচ্ছে। এভাবে গল্প বিন্যাস ও সুনির্মাণের ফল পাচ্ছে সিনেমাটি।

‘পোড়ামন ২’ পরিচালনা করেছেন রায়হান রাফি। নির্মাতার মতো এই সিনেমায় অভিষেক হয়েছে নায়ক সিয়াম আহমেদের। তার বিপরীতে আছেন পূজা চেরি।

টানা চতুর্থ সপ্তাহ : ঢাকার বলাকা সিনেওয়ার্ল্ড, শ্যামলী, স্টার সিনেপ্লেক্স ও যমুনা ব্লকবাস্টার, বর্ষা (জয়দেবপুর), মেহেরপুর সিনেমা (মেহেরপুর) এবং  মমো ইন (বগুড়া)।

দ্বিতীয় সপ্তাহ : মধুমিতা-ঢাকা, সেনা-সাভার, রাণীমহল-ডেমরা, নিউ মেট্টো-নারায়ণগঞ্জ, মণিহার-যশোর, নন্দিতা-সিলেট, শঙ্খ-খুলনা, শাপলা-রংপুর, চিত্রালী-খুলনা, ছায়াবানী-ময়মনসিংহ, মমতাজ-সিরাজগঞ্জ, অভিরুচি-বরিশাল, বনানী-কুষ্টিয়া, মর্ডান-দিনাজপুর, রুনা-চালাকচর, কেয়া-টাঙ্গাইল, মানসী-কিশোরগঞ্জ, কল্লোল-মধুপুর, ঝংকার-পাঁচদোনা, প্রীতি-আগলা, বনলতা-ফরিদপুর, মণিকা-শায়েস্তাগঞ্জ, রাজ-কুলিয়ারচর, কানন-সাগরদীঘি, রানা-বামন্দি ও রাজিয়া-নাগরপুর।

প্রথম সপ্তাহ : ঢাকার সনি, সেনা, পুনম, চিত্রামহল ও এশিয়া, আলমাস-চট্টগ্রাম, বিজিবি-সিলেট, উপহার-রাজশাহী, সোনিয়া-বগুড়া, অবকাশ-ফুলবাড়ী, তিতাস-পটুয়াখালী, আয়না-আক্কেলপুর, বৈশাখী-বাউফল, চলন্তিকা-গোপালদী, চাঁদমহল-কাঁচপুর, চিত্রাবানী-গোপালগঞ্জ, ছন্দা-পটিয়া, ফিরোজমহল-পাগলা, গ্যারিসন-কুমিল্লা, হ্যাপি-লক্ষ্মীপুর, হীরক-গোবিন্দগঞ্জ, ঝর্ণা-দাউদকান্দি, কথাচিত্র-কটিয়াদি, মধুমিতা-মাগুরা, মধুমতি-ভৈরব, মোহনা-কোনাবাড়ী, ময়ূরী-বাগআঁচড়া, মনোয়ার-জামালপুর, মুন-হোমনা, নিউ গুলশান-জিঞ্জিরা, নিউ রজনীগন্ধা-চালা, পালকী-চান্দিনা, পান্না-মুক্তারপুর, পৃথিবী-জয়পুরহাট, প্রিয়া-ঝিনাইদহ, প্রতিভা-রাজৈর, রংধনু-নজিপুর, রাজমনি-বোরহানউদ্দিন, রূপকথা-পাবনা, রূপসী-ভোলা, সঙ্গীতা-সাতক্ষীরা, শিক্তা-ধুনট, অবসর-বিরামপুর এবং ভিক্টোরিয়া-শ্রীমঙ্গল।

 


Leave a reply