Select Page

২২ থেকে ৩৩, দেখুন দ্বিতীয় সপ্তাহের হল তালিকা

২২ থেকে ৩৩, দেখুন দ্বিতীয় সপ্তাহের হল তালিকা

প্রথম সপ্তাহে  ২২ হলে মুক্তি পায় তাহসান-শ্রাবন্তী অভিনীত ও মুহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত ‘যদি একদিন’। ছবিটি মুক্তির পর থেকেই মিশ্র প্রতিক্রিয়া পেয়েছে।  তারই ধারাবাহিকতায় দ্বিতীয় যোগ হলো আরও ১১ হল।

মুহাম্মদ মোস্তফা কামাল রাজ গণমাধ্যমে  বলেন, ‘যদি একদিন’ মুক্তির পর থেকেই সবার কাছে দারুণ সাড়া পাচ্ছি। সবাই ‘যদি একদিন’ এর খুব প্রশংসা করছেন। এখন পর্যন্ত যে সব অঞ্চলে ছবিটি যায়নি সেসব অঞ্চল থেকেও ছবিটিকে মুক্তি দেয়ার জন্য একের পর এক বার্তা পাচ্ছি। অবশেষে দ্বিতীয় সপ্তাহ থেকে হল সংখ্যা বাড়ছে।’

বাংলাদেশের পর কানাডায় ২২ মার্চ, অস্ট্রেলিয়াতে ৩১ মার্চ এবং আমেরিকায় এপ্রিলের প্রথম সপ্তাহে ‘যদি একদিন’ মুক্তি দেয়া হচ্ছে। একইমাসে ফ্রান্স, আয়ারল্যান্ডেও মুক্তির প্রক্রিয়া চলছে।

‘যদি একদিন’ ছবিতে তাহসান, শ্রাবন্তী ও শিশুশিল্পী রাইসা ছাড়াও আরও অভিনয় করেছেন তাসকিন রহমান, সাবেরি আলম, আনন্দ খালেদ, সুজাত শিমুল, ফখরুল বাশার মাসুম, মিলি বাশার, নাজিবা বাশার প্রমুখ।


এ ছবির চিত্রনাট্য যৌথভাবে করেছেন আসাদ জামান ও নির্মাতা রাজ নিজেই।


Leave a reply