
অবশেষে তাহসান-নুসরাত

এর আগে তাহসানকে নিয়ে দু-একবার চলচ্চিত্র নির্মাণের উদ্যোগ নেওয়া হলেও নানা কারণে তা আর হয়নি। ছবিটি প্রসঙ্গে সংবাদমাধ্যমকে তাহসান বলেন, ‘রোমান্টিক-কমেডি ধাঁচের গল্প। গল্পটা শুনে বেশ মজা পেয়েছি।’ অন্যদিকে রেদওয়ান রনি বলেন, ‘তাহসান তো সেই লেভেলের হিট! বিশেষ করে মেয়েদের কাছে হা হা হা… তার অভিনয়ও দারুণ! সঙ্গে স্মার্ট গার্ল নুসরাত ফারিয়া! আশা করছি নতুন স্বাদ উপভোগ করবেন দর্শক।’
ছবিতে থাকছে আরও একটি জুটি। রনি জানান, শিগগিরই এই দুজন শিল্পী ও অণ্যদের চূড়ান্ত করা হবে।
নিজের লিখা গল্প থেকে চিত্রনাট্য তৈরি করেছেন রেদওয়ান রনি, চলচ্চিত্রের দৃশ্যধারণ শুরু হবে আগস্টের মাঝামাঝি থেকে।